Sports

 প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই আমাদের লক্ষ্যঃ রহিম

প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই আমাদের লক্ষ্যঃ রহিম

| | 11 Aug 2014, 06:57 am
ঢাকা, আগস্ট ১১- বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন যে প্রতিটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাই হচ্ছে তাদের আসল লক্ষ্য।

 রহিম সাংবাদিকদের বলেন, "আমাদের লক্ষ্য প্রতিটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। ভালো খেললে যেকোনো ফরম্যাটেই জেতা সম্ভব। এটাই আমাদের লক্ষ্য।"

বাংলাদেশ দল আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে তারা দুটি টেস্ট,  তিনটে  ও ডি আই আর একটি টি২০ ম্যাচ খেলবে।

"ওয়েস্ট ইন্ডিজেরও সময় খুব একটা ভালো যাচ্ছে না। ওরা চাপে থাকবে। সর্বশেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিকভাবে ওরাও হতাশ," অধিনায়ক বলেন।

উনি বলেন ওয়েস্ট ইন্ডিজের সফরে মূল ম্যাচগুলির আগে প্রস্তুতি ম্যাচ তারা খেলতে পারবে আর সেটাই তাদের ওই দেশের  কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ দেবে।

রহিম বলেন-"ওদের ওখানে টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলব।ওয়ানডে খেলব, টি-টোয়েন্টি খেলব। সুতরাং সুযোগ আছে ওদের কন্ডিশনে মানিয়ে নেওয়ার। আর ওদের ওখানে আগেও আমরা খেলেছি।একটু হলেও জানি কন্ডিশন সম্পর্কে।"