Sports

৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলদেশ

৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলদেশ

| | 01 Dec 2014, 07:29 am
মিরপুর, ডিসেম্বর ১-সোমবার স্পিনারদের দাপটে আজ মিরপুরে পঞ্চম ওয়ানডেতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ ৫-০ ব্যবধানে জিয়ে নিয়েছে বাংলাদেশ।

তাইজুল ইসলাম, সাকিব আল হাসান আর জুবায়ের হোসেনের বোলিং য়ের সামনে মাত্র ১২৮ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ে।

 

হ্যামিল্টন মাসাকাদজা (৫২) ও ভুসি সিবান্দা (৩৭) কে বাদ দিলে আর কেউ তেমন রান করতে পারেনি।

 

সিকান্দার রাজা (৯) আউট হয়ে যাওয়ার পরে, এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৭৯ রান করেন।

 

তবে মাসাকাদজা ফিরে যাওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। একের পর উইকেট হারিয়ে, বাংলাদেশের ইনিংসটি ১২৮ রানেই শেষ হয়ে যায়।

 

এই ম্যাচে, বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ওয়ানডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন।

 

সাত ওভার বল করে ১১ রান দিয়ে উনি তুলে নিয়েছেন ৪ উইকেট।

 

সাকিব তিনটি ও জুবায়ের দুটি উইকেট তুলেছেন।

 

এই ছোট লক্ষ্যটি তাড়া করতে গিয়ে এক সময় বাংলাদেশ ৯৩ রানে হারিয়ে ফেলেছিল ৫ উইকেট।

 

ফিরে গেছিলেন তামিম ইকবাল (১০), এনামুল হক (৮) সৌম্য সরকার (২০), সাকিব (০) ও মুশফিকুর রহিম (১১)।

 

শেষে মাহমুদুল্লাহ (৫১*) ও সাব্বির রহমান (১৩*) মিলে ষষ্ট উইকেটে এক সাথে ৩৭ রান জুড়ে পৌঁছে যায় ১৩০ রানের লক্ষ্যে।

 

মাত্র ২৪.৩ ওভারেই বাংলাদেশ ম্যাচটি জিয়তে নেয়।

 

জিম্বাবুয়ের হয়ে চাটারা ৩ উইকেট আর পানিয়াঙ্গারা ২ উইকেট নেন।