Travel

মোটরবাইকে বাংলাদেশি দম্পতির বিশ্ব পরিক্রমা

মোটরবাইকে বাংলাদেশি দম্পতির বিশ্ব পরিক্রমা

| | 07 Jun 2013, 04:16 am
কলকাতা/ঢাকাঃ আবহাওয়া পরিবর্তনের ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মোটর সাইকেলে বিশ্ব পরিক্রমায় বেরিয়েছেন এক বাংলাদেশি দম্পতি।

 \'রাইড ফর গ্রীনার আর্থ\'--এই বার্তা নিয়ে ঢাকা থেকে ২৯শে এপ্রিল যাত্রা শুরু করে অতি সম্প্রতি কলকাতা ঘুরে যাওয়া  মহম্মদ শাহাদে ফেরদৌস এবং ফতেমা সুলতানা সেই প্রচারই করে গেলেন শহরের বিভিন্ন রাস্তায়। 

আট বছর ধরে  মোট চোদ্দটি পর্যায়ে তাঁদের এই বিশ্ব পরিক্রমা শেষ হওয়ার কথা। প্রথম পর্যায়ে আট মাস   ধরে বাংলাদেশ ও ভারত সহ ন\'টি দেশ--নেপাল, ভুটান, মায়ানমার, চিন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ জুড়ে  প্রায় ৪০,০০০ কিমি ঘুরবেন তাঁরা। ইতিমধ্যে বাংলাদেশ ও ভুটান পরিক্রমা শেষ করে এই দম্পতি এখন ঘুরছেন ভারতের বিভিন্ন শহরে। 
"কলকাতায় আমরা এই বিশ্বাস নিয়ে এসেছিলাম যে, এখানকার মানুষ অত্যন্ত পরিবেশ সচেতন এবং আমাদের প্রচার সবুজ রক্ষায় তাঁদের আরও বেশি সচেতন করবে," মহম্মদ শাহাদে ফেরদৌস বলেন।
তিনি জানান, দ্বিতীয় পর্যায়ে তাঁরা কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, ইয়েমেন, জর্ডন, লেবানন, সিরিয়া, ইরাক, সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক সহ ২৩ টি দেশ ভ্রমন করবেন।
"এর আগে আমি সাইকেলে এশিয়া, আফ্রিকা, ইওরোপের বিভিন্ন দেশ ঘুরেছি।আশা করি এবারও আমরা সফল হব," ফেরদৌস বলেছেন।