Travel

At least 157 Bangladeshi citizens stranded in Maldives ferried back to country
File picture

At least 157 Bangladeshi citizens stranded in Maldives ferried back to country

Bangladesh Live News | @banglalivenews | 11 Jul 2020, 01:09 am
A special flight ferried back at least 157 Bangladeshi citizens who were stranded in Maldives due to Covid-19 lockdown. The US-Bangla aircraft transported the passengers from Male, the Maldivian capital on Friday

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, মালেতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও মালদ্বীপ সরকারের সহযোগিতায় মালে থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।