Travel

 কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তুলবেন হাসিনা সরকার

কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তুলবেন হাসিনা সরকার

| | 06 May 2017, 11:14 am
কক্সবাজার, মে ৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন যে দেশের পর্যটনের এক গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে হবে।

"এত সুন্দর সমুদ্র সৈকত, কিন্তু কক্সবাজার সবসময় অবহেলিত ছিল," হাসিনা বলেন।

 

কক্সবাজারকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা ওনার সরকারের কর্তব্য, এমনটাও বলেন হাসিনা।

 

" এটাকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলা আমাদের কর্তব্য বলে মনে করছি," উনি বলেন।


“এ জন্য যা যা করার দরকার, তা আমরা করব," উনি বলেন।

 

হাসিনা আজ কক্সবাজার সফরে যান।

 

আজ ঢাকা থেকে সফর শুরু করে, সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পৌঁছায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত।

 

হাসিনা আজ কক্সবাজারে বেশ কিছু  প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন করেন।

 

প্রসঙ্গত, বিমানবন্দরে বড় আকারের উজোজাহাজ চলাচলের পদক্ষেপটি আজকে প্রধানমন্ত্রীর সফর দ্বারাই উদ্বোধন হল।

 

বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, হাসিনার সাথে এই সফরে যোগ দিয়েছেন।