Travel

Japan to impose stricter re-entry rules for Bangladeshi citizens
জাপান প্রবেশে কড়া পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে (ফাইল ছবি)।

Japan to impose stricter re-entry rules for Bangladeshi citizens

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2020, 11:39 pm
As the Covid-19 pandemic is showing no signs of slowing down, Japanese authorities have decided to impose stricter re-entry rules for citizens of Bangladesh, Pakistan, Philippines and Peru.

এর আগে বিমানবন্দরে এসব দেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিংয়ে প্রচুর সংখ্যক কোভিড পজিটিভ ধরা পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে জাপান। গত ৩ এপ্রিল থেকে করোনা মহামারির কারণে কড়া লকডাউনের পর বিদেশিদের জন্য দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতেই নতুন করে ভাবছে টোকিও। গত সপ্তাহে জাপান সরকার সিদ্ধান্ত নেয়, বিদেশিদের মধ্যে যারা ৩ এপ্রিলের আগে সে দেশ ছেড়ে গেছে, তারা বুধবার থেকে জাপানে ফিরতে পারবে।
জাপানের সরকারি হিসাব অনুযায়ী, জাপানে প্রবেশে কড়াকড়ি আরোপের আগে সেখানে বসবাসরত অন্যদেশের নাগরিকদের মধ্যে অন্তত ২ লাখ জাপান ছেড়েছেন। গত সপ্তাহে তাদের আবার জাপানের ফেরার অনুমতি দেয়া হয়েছে।
তবে সবাইকেই পিসিআর টেস্টের মাধ্যমে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এছাড়া জাপানে প্রবেশের পর তাদের ১৪ দিন গৃহবন্দি থাকতে হবে এবং ওই সময়ে তারো কোনো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না।