Travel

কক্স বাজারঃ হারানোর পথে ভূস্বর্গ?
ঢাকা, ডিসেম্বর ২৯: বালুকাময় সৈকত, নারকেল গাছ, রৌদ্র ও গ্রীষ্মপ্রধান আবহাওয়া - বাংলাদেশের কক্স বাজারে সব আছে নিজেকে আদর্শ ছুটি কাটাবার গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য।
ঢাকা, ডিসেম্বর ২৯: বালুকাময় সৈকত, নারকেল গাছ, রৌদ্র ও গ্রীষ্মপ্রধান আবহাওয়া - বাংলাদেশের কক্স বাজারে সব আছে নিজেকে আদর্শ ছুটি কাটাবার গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য।
১০০ কিলোমিটারের বেশী বালুকাময় সৈকত নিয়ে কক্স বাজারে আছে পৃথিবীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত।
কিন্তু কক্স বাজারের প্রধান সৈকত ধরে হাঁটলে বোঝা যাবে কর্তৃপক্ষ তাড়াতাড়ি কিছু ব্যাবস্থা না নিলে কক্স বাজারের আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ হবার স্বপ্ন অধরা থেকে যাবে।
"পুরো এলাকাটাকে অপরিকল্পিতভাবে উন্নত করা হচ্ছে," বলেন কক্স বাজারের পরিবেশগত অভিযানকারী প্রফেসর মুস্তাক আহমেদ।
"সৈকত এলাকা দখল করে শয়ে শয়ে বিল্ডিং বানানো হচ্ছে যা পরিবেশের উপর একটি নেতিবাচক প্রভাব তৈরি করছে," তিনি বলেন।
আহমেদ বলেন গত কয়েক বছরে সঠিক পরিকল্পনার অনুমতি ছাড়াই অনেক হোটেল, সরকারী বিল্ডিং ও দোকান বানানো হয়েছে।
ইতিমধ্যে বাংলাদেশ সরকার বলেছেন ২০২১-এর মধ্যে বিদেশি পর্যটক সংখ্যা এক লক্ষ ছাড়াবে।