Travel

No tourist in Bandarban this year

No tourist in Bandarban this year

Bangladesh Live News | @banglalivenews | 17 Jun 2018, 06:28 am
ঢাকা, জুন ১৭: প্রকৃতির অপার সৌন্দর্য্যর শহর বান্দরবান।

পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে ভ্রমণপিপাসুরা সুযোগ পেলেই ছুটে যান যে জেলায়।

 

নীলাচল ও নীলগীরির মেঘ যেন পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। ঈদের ছুটিতে আসা পর্যটকরা শহরের কোলাহল থাকে স্বস্তির সন্ধানে মুগ্ধ হয়ে ঘুরে বেড়ান বান্দরবানের মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির,  শৈলপ্রপাত ও নীলগীরি। তবে এবারের ঈদের ছুটি কম হওয়ায় পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় কম।


তবে পর্যটনকেন্দ্রগুলোতে দূর-দুরান্ত থেকে আসা পর্যটকরা মুগ্ধ হয়ে ঘুড়ে বেড়াচ্ছেন এদিক ওদিক। কেউ এসেছেন পরিবার নিয়ে আবার কেউ এসেছেন বন্ধুবান্ধব নিয়ে। মেঘের ভেলা ভেসে যাওয়ার দৃশ্য অনেকে বন্দি করছেন মুঠোফোনে।


বাংলাদেশের মানুষের কাছে বান্দরবন হচ্ছে দার্জিলিং। বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে তা অকেইে জানেনা। কেউ না গেলে এর সৌন্দর্য্য কি, কেউ বুঝতে পারবে না। আর একেবার গেলে সিঙ্গাপুর বা ব্যাকঙকে ভ্রমণ করতে যাওয়ার হার কমে যাওয়া।


এই ঈদে পর্যটক কমে যাওয়ায় পর্যটন ব্যবসায় নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। ভারি বৃষ্টিপাত এবং ঈদের ছুটি কম হওয়ায় পর্যটক কম। তাই হোটেল-মোটেলগুলোতে পর্যটকের হারও কম।