Travel

শুরু হল বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার

শুরু হল বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার

| | 31 May 2014, 08:52 am
ঢাকা, মে ৩১: পর্যটন ক্ষেত্রের বিকাশ ঘটাতে শুরু হল বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার।

 বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার-২০১৪" এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।  


তিনি জানান পর্যটন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি।
 
"২০১৩ তে আমরা ৳ ৮.৩ বিলিয়ন রোজগার করেছি এই ক্ষেত্র থেকে, যেটি জিডিপির ২.১%," বলেন আহমেদ।
 
তিনি জানান আওয়ামী লীগ সরকার পর্যটন ক্ষেত্রের উন্নয়ন ঘটাতে দৃঢ় সঙ্কল্প।
 
এই নিয়ে পঞ্চমবার বাংলাদেশ ট্র্যাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার আয়োজিত করা হল।
 
জুন ৩ অবধি এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা অবধি খোলা থাকবে।
 
এই বছর মেলায় ১০০টির বেশি স্টল দেওয়া হয়েছে। 
 
মেলায় অংশগ্রহণ করেছেন ভারত, নেপাল, ভূটান, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের ট্যুর অপারেটরেরাও।