Travel

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত হল বাংলাদেশে

বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত হল বাংলাদেশে

| | 27 Sep 2013, 08:18 am
ঢাকা, সেপ্টেম্বর ২৭ ঃ পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে।

 এ বছর এই দিনটি উদ্‌যাপনে \'ট্যুরিজম অ্যান্ড ওয়াটারঃ প্রোটেক্টিং আওয়ার কমন ফিউচার\' শীর্ষক বিষয়বস্তু বেছে নেওয়া হয়েছে।

 
 দিনটি পালন করার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিভিন্ন ট্যুর অপারেটর সংস্থা এবং আরও কিছু সংগঠন  নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
এই উপলক্ষ্যে দেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক বার্তা প্রকাশ করা হয়েছে।
 
সকালে বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী লেঃ কর্নেল(অবসরপ্রাপ্ত) ফারুক খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা শাহবাগ থেকে টি এস সি পর্যন্ত পরিক্রমা করে। 
 
পর্যটন কর্পোরেশন এবং ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিশ্ব পর্যটন দিবসের বিষয়বস্তু নিয়ে যৌথভাবে একটি আলোচনা চক্রের আয়োজন করেছে।
 
অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশের উদ্যোগে সন্ধ্যায় রমনা পার্কে একটি লোকগীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
এই দিন যত বিদেশী পর্যটক বাংলাদেশ আসবেন, তাঁদের সবাইকে বিমানবন্দরে স্মারক উপহার দিয়ে স্বাগত জানান হবে।
 
এই উপলক্ষ্যে গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি কাফেটারিয়ায় পর্যটন বিষয়ে একটি বিতর্কসভার আয়োজন করা হয়েছিল। \'ডটস\'-য়ের সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের তরফ থেকেও গতকাল থেকে আজ পর্যন্ত একটি ফটো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।