Travel

Tourists held in St. Martin returns back
আবার বিকেল সাড়ে তিনটার দিকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা দেয় জাহাজগুলো।
এতে বুধবার আটকা পড়া পর্যটকদেরও পাঁচটি জাহাজ ভাগাভাগি করে ফিরিয়ে আনছে।
বৃহস্পতিবার সেন্টমার্টিনে যাওয়া জাহাজগুলো হলো- কেয়ারি সিন্দাবাদ, এমভি আটলান্টিক ক্রুজ, বে-ক্রুজ, কেয়ারি ক্রুজ ও এলসিটি কাজল।
জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকা সমূহে গত মঙ্গলবার রাত থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি ছিল। এ কারণে বুধবার কোনো ধরনের পর্যটকবাহী জাহাজ বা জলযানকে সেন্টমার্টিন যেতে দেয়া হয়নি। এছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বুী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে রাত্রি যাপনে থেকে যাওয়া হাজারো পর্যটক আটকা পড়ে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সতর্ক সংকেত কেটে যাওয়ায় বৃহস্পতিবার সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। দ্বীপে ভ্রমণে গিয়ে আটকা পড়া হাজারো পর্যটককে নতুনদের সঙ্গে ফিরিয়ে আনা হচ্ছে।