Travel

Travellers visiting Bandarban

Travellers visiting Bandarban

Bangladesh Live News | @banglalivenews | 26 Aug 2018, 06:03 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৬ : সবুজ পাহাড় ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্যের শহর বান্দরবান।

প্রকৃতির কোলে ঈদ আনন্দ উপভোগ করতে ‘পাহাড়ি কন্যা’ খ্যাত বান্দরবানে ভিড় করেন পর্যটকরা।

 

হাজারো পর্যটকের কোলাহলে মুখরিত হয়ে উঠে ‘পাহাড়ি কন্যা’।

 

প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পর্যটকরা।

 

পর্যটকরা ঘুরে দেখেন বান্দরবানের মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত ও নীলগীরি। এবারের ঈদে পাহাড়ের পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখে আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা।

 

পর্যটন কেন্দ্রগুলোতে দূর-দূরান্ত থেকে আসা হাজারো পর্যটক মুগ্ধ হয়ে ঘুরেছেন পাড়ার কন্যার বুকে। কেউ আসেনন সপরিবার নিয়ে আবার কেউ বন্ধু-বান্ধব নিয়ে।


ঈদের দিন থেকেই মেঘলা, নীলাচল, নীলগিরি, নীল দিগন্ত, শৈলপ্রপাত, চিম্বুক, প্রান্তিক লেক, ন্যাচারাল পার্ক, বগা লেক, নাফাকুম, রিজুক ঝরনাসহ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন স্পটে বিপুল পর্যটক দেখা যায়।


নীলাচল পর্যটনকেন্দ্রের দায়িত্বে থাকা ম্যানেজার আদিত বড়ুয়া বলেন, ঈদের তৃতীয় দিনে প্রায় ছয় হাজার টিকিট বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার পর্যটক অনেক বেশি।

 

পর্যটকদের আগমনে খুশি পর্যটননির্ভর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। শহরের হোটেল-মোটেল ও গেস্ট হাউজগুলো হয়ে ওঠে লোকারণ্য। পর্যটক বরণে ব্যস্ত সময় পার করেন সবাই।