Travel

আন্তর্জাতিক পর্যটন-চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি ছবি

আন্তর্জাতিক পর্যটন-চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি ছবি

| | 21 May 2014, 06:14 am
ঢাকা, মে ২১- পর্যটন প্রসারের লক্ষ্যে তৈরি করা বাংলাদেশি তথ্য চিত্র একটি আন্তর্জাতিক পর্যটন-চলচ্চিত্র উৎসবে সম্প্রতি প্রথম পুরষ্কার জিতে নিল।।

 অমিতাভ রেজা চৌধুরি পরিচালিত এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রযোজিত \'ল্যান্ড অফ স্টোরিজ\' ছবিটি জাগ্রেব ট্যুর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম পুরষ্কার পেয়েছে বলে বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে।

 
ছবিটিতে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন এবং কক্স বাজারের সমুদ্র বেলার সৌন্দর্য চিত্রিত হয়েছে।
 
জুনের ছ\' তারিখে ক্রোয়াশিয়ার রাজধানী জাগ্রেবের মিমারা মিউজিয়াম প্রেক্ষাগৃহে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি হবে। 
 
পর্যটনের বিভিন্ন দিককে তুলে ধরে. সে সব ক্ষেত্রের উন্নতি ও প্রসারে সাহায্য করে যে সব চলচ্চিত্র এবং অডিও ভিস্যুয়াল প্রযোজনা, তাদের পুরষ্কৃত করাই এই চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য।
 
ক্রোয়াশিয়ার প্রেসিডেন্টের পৃষ্ঠপোষকতায় এই উৎসবটির আয়োজন করা হয়।