World

Chinese president urges army to gear up
Wallpaper Cave

Chinese president urges army to gear up

Bangladesh Live News | @banglalivenews | 27 May 2020, 09:50 am
বেইজিংঃ এই পৃথিবী এখন করোনাভাইরাস নিয়ে চিন্তিত কিন্তু সেই মুহূর্তে চীন এক নতুন খেলায় মেতেছে।

নিজের দেশের সেনাকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন।

 

ভারতের এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, সিকিম সীমান্তে নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে ভারত ও চীনের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার প্রাক্কালে চীনের রাষ্ট্রপতি এই মন্তব্যগুলি করেছেন।

 

কিন্তু উনি কোনও সুনির্দিষ্ট হুমকির কথা বলেনি।

 

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক এবং ২০ লাখ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান সি চিন পিং (৬৬) বেইজিংয়ে চলমান সংসদ অধিবেশন চলাকালীন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের একটি পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দেওয়ার সময় রাষ্ট্রপতি এই মন্তব্যগুলি করেন।

 

লাদাখ ও উত্তর সিকিমের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে সম্প্রতি ভারত ও চীন সেনাসংখ্যা গত কিছুদিনের বাড়তে দেখা গেছে।

 

দুই দেশের মধ্যে এই বিষয় উত্তেজনা বেড়েছে।

 

মার্কিন নৌবাহিনী বিতর্কিত দক্ষিণ চীন সাগরের পাশাপাশি তাইওয়ান জলসীমানায় টহল বাড়ানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক দ্বন্দ্ব কিছুদিনের মধ্যে বাড়তে দেখা গেছে। দুই দেশের মধ্যে করোনাভাইরাস নিয়েও বেশ কিছু গরম বার্তা আদান প্রদান হয়েছে।

 

ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে করোনাভাইরাস মহামারির উৎপত্তিস্থলকে কেন্দ্র করে মৌখিক লড়াই চলছে ।