World

Hong Kong protesters celebrate Taiwan leader's victory of Tsai
Wikimedia Commons

Hong Kong protesters celebrate Taiwan leader's victory of Tsai

Bangladesh Live News | @banglalivenews | 13 Jan 2020, 11:39 am
হং কংঃ হংকং এর বিক্ষোভকারীরা বেশ আনন্দের মাঝে উদযাপিত করেছেন তাইওয়ানের নির্বাচনে চীনবিরোধী নেত্রী বলে পরিচিত সাই ইং ওয়েনের জয়।

দ্বিতীয় মেয়াদের জন্য তাইওয়ানের প্রেসিডেন্ট হয়েছেন উনি।

 

তার এই জয়েকে প্রশংসা করেছেন ওনারা।

 

প্রতিদ্বন্দ্বী হান কিউ-ইউকে বেশ প্রচুর ভোটের ব্যবধানে হারিয়েছেন সাই ইং ওয়েন।

 

শনিবার ভোট গণনায় সাইয়ের বাক্সে ৫৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

 

ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) সাই চীন বিরোধী বলে এমন জানা যায়।

 

বেইজিংয়ের ‘আধিপত্যের’ বিরুদ্ধে উনি বেশ কয়েকবার নিজের সুর চতুলেছেন।

 

গত ৭ মাস ধরে হং কং য়ে গণতন্ত্রপন্থি সহিংস বিক্ষোভ চলছে।

 

চীন-শাসিত হংকংয়ে চলমান বিক্ষোভে কর্তৃপক্ষ ৭ হাজারেরও বেশি মানুষকে এখনও পর্যন্ত আটক করেছে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।