Archive
Title Description Posted Date
হরতাল-অবরোধে মৃতপ্রায় বাংলাদেশের পর্যটন ঢাকা, জানুয়ারি ৩১ ঃ বাংলাদেশে পর্যটন পরিষেবা এমন একটি ক্ষেত্র, যেখানে লক্ষ লক্ষ মানুষের অন্ন সংস্থান হয়ে থাকে। শুধু তাই নয়, এটি এমন একটি জায়গা, যার জন্য বেঁচে থাকে পর্যটন কেন্দ্রগুলিতে আসা ভ্রমনার্থীদের নানা ধরণের পরিষেবা দেওয়া অন্য আরও অনেক সংশ্লিষ্ট ক্ষেত্র। বাংলাদেশের অর্থনীতির পক্ষে এই সব পরিষেবাকে সচল রাখা খুবই গুরুত্বপূর্ন, কারণ এ গুলির মাধ্যমেই অল্প শিক্ষিত এবং কোনও বিশেষ কাজে দক্ষতা না থাকা মানুষজনও জীবনধারণের জন্য কাজ পেয়ে থাকেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পর্যটকরা নানা ভাবেই অনেক পয়সা খরচ করেন (যেমন কক্স বাজারে অল টেরেইন ভেহিকলে ঘুরে বেড়ান অথবা জেট স্কি'র রোমাঞ্চ উপভোগ করা), আর এই ভাবেই সক্রিয় থাকে পর্যটন-অর্থনীতি এবং সেই সাথে স্থানীয় অর্থনীতিও। কিন্তু ২০১৩ সালে সারা বছর ধরে নিরবচ্ছিন্ন হিংসা আর অগুন্তি অবরোধ--এই দুইয়ের আঘাতে বাংলাদেশের পর্যটন ক্ষেত্র আজ চরম দুর্দশায়। 31-Jan-2014
Recent Photos and Videos

Web Statistics