Entertainment
৯৫ তে পা দিলেন দিলীপ কুমার

11 Dec 2017

#

মুম্বাই, ডিসেম্বর ১১ঃ আজ ৯৫ বছর বয়সে পা রাখলেন অভিনেতা দিলীপ কুমার।

ভারতীয় ছবির ইতিহাস উনি একজন স্মরণীয় অভিনেতা।

 

বহু সুন্দর ছবি উনি দর্শকদের উপহার দিয়েছেন।

 

ভারত শুধু নয় বাংলাদেশেও ওনার ভক্তদের সংখ্যা কম নয়।

 

তবে, বেশকিছুদিন ধরে অসুস্থ আছেন উনি।


ওনার পারিবারিক এক বন্ধু গতকাল টুইটারে জানিয়েছেন যে দিলীপ কুমার নিউমোনিয়াতে ভুগছেন।

 

শারীরিক দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেননি পারেনি বলে বাড়িতে এই বছরটা অনাড়ম্বরভাবেি পালন করা হয়েছে অভিনেতার জন্মদিন।

 

মুঘল এ আজম ছবিতে অভিনয়ের জন্য ওনাকে মনে রাখেন ভক্তরা।

 

বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে গায়িকা লতা মনগেশকর শুভেচ্ছা জানিয়েছেন ওনাকে।

Image: Shah RUkh Khan Twitter page
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics