Bangladesh
পিকআপ-বাসে মুখোমুখি সংঘর্ষে ২ নিহত

16 Dec 2017

#

ঢাকা, ডিসেম্বর ১৬ঃ বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ ঘটায় শনিবার বাগেরহাট সদর উপজেলায় দুইজন ব্যাক্তি প্রাণ হারিয়েছেন, জানিয়েছেন পুলিশ।
এই ঘটনায় আহত হয়েছেন দুইজন।


এই দুর্ঘটনাটি ঘটেছে ফ্রিঘাট বেইলি সেতুর কাছে বাগেরহাট-খুলনা সড়কে।

নিহত ব্যাক্তিদের পরিচয় হল  মিজান হালদার ও আল-আমিন, জানান পুলিশ।

পুলিওশ জানিয়েছেন দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটায় এই অঘটনটি ঘটে।

 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়।

সেখানের চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

বাস-পিকআপ পুলিশ হেফাজতে নিয়েছেন।

তবে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics