Entertainment
মুক্তি পেল সালমান খানের নতুন ছবি টাইগার জিন্দা হ্যায়

22 Dec 2017

#

মুম্বাই, ডিসেম্বর ২২ঃ বলিউডের সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ আজ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এই ছবিতে বহুদিন বাদে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনা কাইফকে।

 

২০১২ সালের বক্সঅফিস হিট ‘এক থা টাইগার’-এর সিকুয়্যাল হল এই ছবিটি।

 

আলী আব্বাস জাফর  এই ছবিটির পরিচালনা করেছেন।

 

এই ছবিতে সালমান ও সুন্দরি ক্যাটরিনা কাইফকে জুটি বেঁধে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে দেখা যাচ্ছে।

 

এক থা টাইগার ছবিটিও ২০১২ সালে বখ অফিসে সকল হয়েছিল।

 

এই বছ সালমানকে টিউব লাইট ছবিতে দেখা গেছিল।
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics