Bangladesh
সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ় করতে সকলকে কাজ করতে আহ্বান করলেন রাষ্ট্রপতি হামিদ

25 Dec 2017

#

ঢাকা, ডিসেম্বর ২৫ঃ নিজের গুরুত্বপূর্ণ বার্তায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সকলকে নিজস্য স্থান থেকে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করতে আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি বলেছেনঃ "এ সম্প্রীতি আমাদের আবহমান কালের ঐতিহ্য।"

 

উনি বলেনঃ  "এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।”

 

বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আজ বড় দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন হামিদ।

 

স্ত্রী রাশিদা খানম আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

“খ্রিস্ট ধর্মের প্রবর্তক মহামতি যিশুখ্রিস্ট ছিলেন মুক্তির দূত, আলোর দিশারী। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে তিনি খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন," নিজের বক্তব্যে রাষ্ট্রপতি বলেন।

 

কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ ফ্রান্সিস।

 

সেই বিষয়টি উল্লেখ করে উনি বলেনঃ "এ বছর বাংলাদেশে বড়দিন উদযাপন অন্য বছরের তুলনায় আরও বেশি আনন্দময়, তাৎপর্যপূর্ণ। মহাপূত পোপ ফ্রান্সিস প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছেন। তিনি এদেশের বিভিন্ন সম্প্রদায়ের জনগণের সাথে কথা বলেছেন এবং তাদের অনুভূতি জেনেছেন। আমার বিশ্বাস, তার এই সফর বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করবে।”
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics