Sports
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছাই একাদশ দলে স্থান পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার

31 Dec 2017

#

সিডনী, ডিসেম্বর ৩১ঃ ক্রিকেট অস্ট্রেলিয়া খেলার তিন সংস্করণের জন্য তাদের সেরা একাদশ বেছেছেন।

তার মধ্যে  টি-টোয়েন্টি ও টেস্ট দলে জায়গা করে ফেলেছেন বাংলাদেশ অল রাউণ্ডার সাকিব আল হাসান।

 

মুশফিকুর রহিমকেও টেস্ট দলে রাখা হয়েছে।

 

টি-টোয়েন্টি একাদশ


ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), লুক রনকি (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।

টেস্ট একাদশ


ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), কাগিসো রাবাদা ((দক্ষিণ আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস এন্ডারসন (ইংল্যান্ড)।

 

তবে, এক দিনের দলে বাংলাদেশের খেলোয়াড়েরা জায়গা পাননি।

 

ওয়ানডে একাদশ
রোহিত শর্মা (ভারত), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), হার্দিক পান্ডিয়া (ভারত), লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।
 

Image: ShakibAlHasan Twitter page
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics