Sports
এখনও সিরিজ জয়ের আত্মবিশ্বাস আছে মুশফিকের

06 Feb 2018

#

ঢাকা, ফেব্রুয়ারি ৬ঃ বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখবে।

এই মাঠেই মুশফিকের নেতৃত্বে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর স্মৃতি ছিল।

 

মিরপুরে এই বৃহস্পতিবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হতে চলেছে।

 

প্রথম টেস্ট ড্র হয়েছে।

 

" অতীতে আমরা এমন জায়গা থেকে বেশ কিছু টেস্ট হেরেছি। এটা আমাদের অনেক বড় প্রাপ্তি, আমরা টেস্ট ম্যাচটি ড্র করেছি। এটা আমাদের খুবই দরকার ছিল," সাবেক অধিনায়ক সাংবাদিকদের বলেন।

 

উনি চট্টগ্রাম টেস্টটিকে 'দারুণ' বলেন।

 

মুশফিক বলেন ওনার মনে হয় ওনাদের হাতে দারুণ সুযোগ আছে টেস্ট সিরিজ ১-০ জেতার।


ঢাকায় খেলার জন্য দল মুখিয়ে আছে।

 

Image: Wikimedia Commons
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics