Entertainment
ওয়ান্ডার উইমেন ২ঃ চিতার ভূমিকায় অভিনয় করবেন ক্রিস্টেন উইগ

11 Mar 2018

#

লস এঞ্জেলেস, মার্চ ১১ঃ নারী সুপার হিরো ওয়ান্ডার উইমেন ছবিটি গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তরুণদের মাঝে।

আর খুব শিগগিরি এই ছবির দ্বিতীয় পর্ব, অর্থাৎ ওয়ান্ডার উইমেন ২ এর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

 

এর মাঝে নির্মাতারা জানিয়ে দিয়েছেন যে  মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন উইগ আগামী সিক্যুয়েলে 'চিতা' চরিত্রে অভিনয় করবেন।

 

ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতকে যদিও আবার একবার দেখা যাবে   ওয়ান্ডার উইমেন সেজে সবার মন জয় করতে।

 

এই ছবিতে ওনাকে দেখা যাবে চিতা এর সাথে যুদ্ধে লড়তের।

 

তাই আর দেরি না করে, টুইটারে  ছবির পরিচালক নির্মাতা প্যাটি জেনকিনস জানিয়ে দিয়েছেন যে  ক্রিস্টেন উইগ এই চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তুলবেন।

 

‘ব্রাইডসমেইডস’, ‘ঘোস্টবাস্টার্স’-এর মতো ছবিতে নিজের অভিনয় দক্ষতা আগেই দেখিয়েছেন উনি।

 

ওনাকে স্বাগত জানিয়ে গাল টুইটারে লিখেছেনঃ "স্বাগত ক্রিস্টেন। এটা অসাধারণ কিছু হতে যাচ্ছে।"

 

২০১৭ সালে প্রথম সিরিজের ছিবিটি মুক্তি পেয়েছিল।
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics