Entertainment
আইপিএলঃ ১৫ মিনিটের জন্য ৫ কোটি রুপি চাইলেন রণবীর

26 Mar 2018

IPL: Ranveer Singh claims Rs. 5 crores for 15 minutes performance
মুম্বাই, মার্চ ২৬ঃ সকলকে অবাক করে আইপিএল মঞ্চে নাচার জন্য বিপুল অর্থ পারিশ্রমিক হিসেবে চেয়েছেন ‘পদ্মাবত’ ছবির অভিনেতা রণবীর সিং।

ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলে হয়েছে, মাত্র ১৫ মিনিতের নাচের জন্য সিং চেয়েছেন  পাঁচ কোটি রুপি।

 

আগামী মাস থেকে শুরু হবে ক্রিকেটের টুর্নামেন্ট আইপিএল।

 

ভারতের এই জনপ্রিয় ক্রিকেটের মঞ্ছের উদ্বোধনী অনুষ্ঠানে নাচার জন্য এই পারিশ্রমিক চেয়েছেন উনি।

 

‘পদ্মাবত’ ছবির সাফল্যের পরে এক ধাপে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সিং।

 

সেই সাফল্যের মাঝেই এই নতুন তথ্য উঠে এসেছে ওনার বিষয়।

 

এপ্রিল ৭ তারিখে মুম্বাইতে শুরু হবে আইপিএল ২০১৮।

 

বলিউড তারকা রণবীর সিং, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ানসহ অনেকে এই অনুষ্ঠানে পারফর্ম করবেন, ভারতের সংবাদ মাধ্যম সুত্রের জানা গেছে।

 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics