Bangladesh
নাটোর দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫

Bangladesh Live News | @banglalivenews | 26 Aug 2018

Natore road mishap kills 15
ঢাকা, আগস্ট ২৬ঃ নাটোরের লালপুরের বাস-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।

এই ঘটনায় একটি মামলা করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছেন এই ঘটনায় রোববার সকালে বনপাড়া হাইওয়ে থানার এএসআই ইউছুব আলী বাদী হয়ে মামলাটি করেছেন।

 

এই মামলায় আসামি করা হয়েছে বনপাড়া হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি-সম্পাদকসহ সাতজনকে।

 

এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

পুলিশ বলছে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

গতকাল বাস ও লেগুনাটির সংঘর্ষ ঘটেছিল।

 

শনিবার বিকেল পৌনে চারটার দিকে বড়াইগ্রামের ক্লিক মোড়ে সাদিয়া ফিলিং স্টেশনের  সামনে এই দুর্ঘটনাটি ঘটে, জানায় পুলিশ। 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics