Bangladesh
আগামীকাল বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নেপাল সফরে যাবেন হাসিনা

Bangladesh Live News | @banglalivenews | 29 Aug 2018

Hasina to leave for Nepal tomorrow
ঢাকা, আগস্ট ২৯ঃ বঙ্গোপসাগর উপকূলবর্তী সাত দেশের জোট বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আগামীকাল নেপাল সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে উনি দুই দিনের জন্য যাচ্ছেন।

 

ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্টসহ আঞ্চলিক এই জোটভুক্ত সাত দেশের নেতারা বৃহস্পতিবার কাঠমান্ডুতে পউছাবেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য।

 

আগামীকাল সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডুর পথে যাত্রা শুরু করবেন হাসিনা।

 

নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল হাসিনাকে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য উপস্থিত থাকবেন।

 

অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলনে  বিকেলে যোগ দেবেন হাসিনা।

 

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে এই সফরের প্রথম দিনেই সাক্ষাৎ করবেন হাসিনা।

 

শুক্রবারের দুপুরে হাসিনার দেশে ফেরার কথা আছে।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics