Bangladesh
বিএনপি সহিংসতায় নামলে সমুচিত জবাবের হুঁশিয়ারি কাদেরের

Bangladesh Live News | @banglalivenews | 30 Aug 2018

Quader targets BNP
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৩১: আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।


ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐকমত্য ও আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতায় নামলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে। গত চার বছরে বিএনপি আন্দোলনের ডাক দিয়ে কখনোই সফলতার মুখ দেখেনি। জনগণ বিএনপিকে ভয় পায়, কারণ তাদের আন্দোলন মানেই জ্বালাও-পোড়াও।  তিনি জানান, মহাসড়কে করিমন, নসিমন, ভটভটিসহ সকল প্রকার তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।


আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই সময় এবং খরচ সাশ্রয়ের লক্ষ্যে ইভিএম প্রযুক্তি ব্যবহার করছে। তাই আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সরকার তা মেনে নেবে।

 

Image: Wikimedia Commons
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics