Bangladesh
নেপাল সফর শেষ করে দেশে ফিরলেন শেখ হাসিনা

Bangladesh Live News | @banglalivenews | 31 Aug 2018

Sheikh Hasina returns to India after concluding Nepal visit
ঢাকা, আগস্ট ৩১ঃ নেপাল সফর শেষ করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার দুপুরে উনি দেশে ফিরেছেন।

 

বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে উনি গতকাল নেপাল সফরে গেছেন।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ হাসিনা পৌঁছান।

 

ওনার সঙ্গে এই স্ফ্রের সঙ্গীরা ছিলেন।

 

সাতটি দেশের নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রী বিমসটেকের সমাপনী অধিবেশনে আজ স্কালে উনি যোগ দিয়েছিলেন।

 

নিজের ভাষণে হাসিনা  মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

 

এই সফরে, হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সাথেও সাক্ষাৎ করেন।

 

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সাথেও উনি  সৌজন্য সাক্ষাৎ  করেন।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics