Bangladesh
স্বরাষ্ট্রমন্ত্রীর সংগে বিএনপি নেতৃবৃন্দেও সাক্ষাত

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018

BNP leaders meet Bangladesh minister
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১০ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সংগে রোববার বৈঠক করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

 তারা বেসরকারি হাসাপাতালে কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি চাইলে কারাবিধি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেবেন বলে জানান কামাল।


রবিবার দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সাতজন নেতা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় তারা তাদের নেত্রীকে ইউনাইটেড না হলে অ্যাপোলো হাসপাতালে নেয়ার অনুমতি দেয়ার অনুরোধ জানান। এর আগে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল গিয়ে একই ধরনের অনুরোধ করে। পরে মে মাসে একটি চিঠি দেয়া হয় আবার জুনেও দলের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা। বেলা তিনটা থেকে প্রায় এক ঘণ্টা চলা বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব এবং আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছি। তারা খালেদা জিয়ার আগে থেকেই চিকিৎসা করা ডাক্তার ও সরকারি ডাক্তার সমন্বয়ে একটি মেডিকেল টিম গঠন করবেন। বিগত সময়ের মতো এবারো তাকে উন্নত চিকিৎসা করাবেন।’


গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদন্ড দিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়ার অসুস্থতার খবর আসে মার্চের শেষে। এরপর বিএনপি প্রথমে বিদেশে এবং পরে ইউনাইটেডে নেয়ার দাবি জানায়। কিন্তু সরকার সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও ভর্তি করাতে রাজি নয়।


এর মধ্যে গত জুনে খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার প্রস্তাব দেয় সরকার, যা অগ্রাহ্য করে বিএনপি।সে সময়ও বিএনপি নেতাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেডিকেল টিমের ডাক্তাররা যা পরামর্শ দেবেন আমরা সেই অনুসারে ব্যবস্থ্যা গ্রহণ করব। তারা যদি বলে সরকারি হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’ রোববারও মন্ত্রী একই কথা বললেন বিএনপি নেতাদেরকে।


মন্ত্রী বলেন, ‘তারপরও আজ বিএনপি নেতৃবৃন্দ ইউনাইটেড ও অ্যাপোলো হাসপাতালে ভর্তিও যে আবেদন করেছন সেটা যদি গঠিত মেডিকেল টিম মনে করেন তাহলে সে অনুসারে আমরা ব্যবস্থা নেব। তবে কারাগারের চিকিৎসা সংক্রান্ত যে নীতিমালা রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বেসরকারি হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা করালে নীতিমালার ব্যত্যয় ঘটবে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ডাক্তাররা যদি বলেন সরকারি হাসপাতালে তার চিকিৎসা সংশ্লিষ্ট ব্যবস্থা নেই তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics