Bangladesh
যমুনার গর্ভে ৩ ঘণ্টায় ২৮ বসত-বাড়ি

Bangladesh Live News | @banglalivenews | 29 Sep 2018

House destroyed by Yamuna
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ২৯ : যমুনা নদীতে পানি কমতে শুরু করায় ৩ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শহর রক্ষা বাঁধের দক্ষিণে ২৮টি বসত-বাড়ি ভেঙে নদীতে চলে গেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম জোতপাড়া এলাকায় এ ভাঙন হয়েছে।

 

এছাড়া প্রায় সাড়ে ৪শ মিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

 

এতে পশ্চিম জোতপাড়া এলাকাটি বিধ্বস্ত হয়েছে।

 

এ কারণে হুমকির মুখে পড়েছে শতকোটি টাকার শহর রক্ষা বাঁধ।


জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে চৌহালী শহর রক্ষা বাঁধের দক্ষিণ থেকে জনতা উচ্চ বিদ্যালয়ের উত্তর পর্যন্ত প্রায় সাড়ে ৪শ মিটার এলাকায় শুরু হয় তীব্র নদী ভাঙন। মুহূর্তের মধ্যে পশ্চিম জোতপড়া গ্রামের আবুল কাশেম মন্ডল, আব্দুর রহমান মোল্লা, মজিবর রহমান, ঠান্ডু মন্ডল, আব্দুল কাইয়ুম, লুৎফর রহমান, আকবার আলী ও আব্দুল মতিন মন্ডলসহ ওই গ্রামের অন্তত ২৮টি বসতভিটা ও ঘর-বাড়ি নদীতে দেবে যায়। এসব বাড়ি ঘরের অধিকাংশ আসবাবপত্র, ৪টি ফ্রিজ ও গবাদি পশুসহ প্রয়োজনীয় মালামাল নদী গর্ভে চলে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics