Entertainment
বড় পরিসরে মুক্তি পাচ্ছে 'হাসিনা: অ্যা ডটারস টেল'

Bangladesh Live News | @banglalivenews | 20 Nov 2018

Movie on Sheikh Hasina to release big
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২০ : প্রামাণ্যচিত্রটির বিভিন্ন দৃশ্যগণ ১৬ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকু চলচ্চিত্র 'হাসিনা: অ্যা ডটারস টেল'।

পরিবারের আদুরে মেয়ে কঠিন বাস্তবতা পেরিয়ে লৌহমানবী হয়ে ওঠার এ গল্পটি বেশ ইতিবাচক সাড়াও পাচ্ছে। আর তাই বড় পরিসরে মুক্তির কথা ভাবছে চলচ্চিত্রটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। আর এ জন্য প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


অন্যদিকে সিআরআই-এর পক্ষে চলচ্চিত্রটির বিপণন প্রধান গাওসুল আলম শাওন বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। টিকিট দিতে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। তাই আমরা চাই, কর্মাশিয়াল সিনেমার মানুষরাই এটার পরিবেশনার দায়িত্বে আসুন। চারটি জায়গায় যেন ৪০টি প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়, সেটা আমরা চাচ্ছি। ইতোমধ্যে আমরা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রাথমিক আলাপ শেষ করেছি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই এটি বড় পরিসরে সারাদেশে আসবে।’


জাজ মাল্টিমিডিয়া জানায়, আগামী ২৩ নভেম্বর এটি বড় আকারে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ছবিটির নির্মাণ প্রতিষ্ঠান যে ধরনের প্রেক্ষাগৃহে এটি মুক্তি দিতে চান, তার ওপর নির্ভর করে হল নির্ধারণ করা হবে। আগামী বৃহস্পতিবার প্রেক্ষাগৃহ তালিকা চূড়ান্ত হবে। তারা ৫০টি হলে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।


চলতি সপ্তাহে চলচ্চিত্রটি বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টার, মতিঝিলের মধুমিতা সিনেমা হল ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় এটি নির্মিত। এর চিত্রগ্রহণে ছিলেন সাদিক আহমেদ।


ছবিটি নির্মাণ ভাবনা প্রসঙ্গে নির্মাতা রেজাউর রহমান খান পিপলু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা অলমোস্ট আমাদের পাঁচ বছরের পরিশ্রমের ফসল। যদিও শুরুতে এমন কিছু করবো ভাবিইনি। শুরুতে আমরা চেয়েছি প্রধানমন্ত্রীর পারসোনাল অ্যাকটিভিটিগুলো রেকর্ড করে রাখতে। যার তেমন কোনও উদ্দেশ্য ছিল না। বছর দুই পরে এসে মনে হলো এটা নিয়ে অসাধারণ কিছু করা যায়। কারণ, উনার পুরো লাইফটা এণ বেশি ড্রামাটিক, সেটা সবাই জানেন। এখানে আমি তাঁর সেই ছোট ছোট জীবনের গল্পগুলোকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি।’


নির্মাতা জানান, ‘হাসিনা, অ্যা ডটারস টেল’ ডকুফিল্মটির দৈর্ঘ্য ৭০ মিনিট। যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যদের দেখা যাবে। উঠে আসবে শেখ হাসিনার সাধারণ জীবনের অসাধারণ কিছু মুহূর্ত। যেখানে তিনি কখনও মেয়ে, কখনও মা, কখনও বোন আর কখনও আমজনুার নেত্রী হিসেবে দেখা দেবেন।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। ভাই-বোনদের মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া কেউই জীবিুনেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হন।


১৯৮১ সালে আওয়ামী লীগের নেুৃত্বে আসেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তাঁর নেুৃত্বে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমুায় আসে আওয়ামী লীগ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয় এবং ২০১৪ সালে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি।
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics