Bangladesh
১৮-পার্টির হরতাল চলবে বৃহস্পতিবার পর্যন্ত

02 Dec 2013

#

ঢাকা, ডিসেম্বর ২: বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির হরতালের মেয়াদ বৃহস্পতিবার বিকেল পাঁচটা অবধি বাড়ানো হয়েছে।

 বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সোমবার সাংবাদিকদের জানান যে দশম জাতিত সংসদ নির্বাচন বাতিলের দাবীতে করা এই হরতালের মেয়াদ ৫৯ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন যে বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে।
 
"আসলে তিনি (বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া) নির্বাচন চান না। তাই তিনি বারবার হিংসাত্মক কর্মসূচী করে চলেছেন," হাসিনা বলেন।
 
"বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। তাই অগ্নিসংযোগ করে তারা মানুষ মেরে চলেছে। তাদের কোন মনুষ্যত্ব নেই," তিনি বলেন।
 
 অন্যদিকে, বিএনপি জানিয়েছে যে দশম জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনায় বসার আগে হাসিনাকে পদত্যাগ করতে হবে।
 
"নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার কোন মানেই হয় না যদি না প্রধানমন্ত্রী পদত্যাগ করেন," বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান।
 
জাতিসংঘ মহাসচিব বান কি মুন খালেদাকে একটি চিঠি পাঠিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিক্ত বিবাদের সমাপ্তি ঘটানোর আবেদন জানিয়ে।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান বান একই রকম চিঠি হাসিনাকেও পাঠিয়েছেন।Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics