Bangladesh
আলোচনা চালিয়ে যেতে সন্মত আওয়ামী লীগ, বিএনপিঃ জাতিসংঘ

11 Dec 2013

#

ঢাকা, ডিসেম্বর ১১: শাসকদল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী বিএনপি সদিচ্ছার এবং সমঝোতার মাধ্যমে রাজনৈতিক উত্তেজনা কাটাতে ও আস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যেতে সন্মত হয়েছে, জানান জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-টারানকো।
লীগ ও বিএনপির প্রতিনিধিবর্গ মঙ্গলবার জাতিসংঘের মধ্যস্থতায় সাক্ষাৎ করে।
 
 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দলের  প্রতিনিধিবর্গ বৈঠকে যোগ দেন।
 
নভেম্বরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে একটি চিঠি পাঠান আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিক্ত বিবাদের সমাপ্তি ঘটানোর আবেদন জানিয়ে।
 
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান বান একই রকম চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পাঠান।
 Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics