Bangladesh
খুলনায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

Bangladesh Live News | @banglalivenews | 10 Jun 2019

Bus-Pick up Van mishap leaves 1 killed in Khulna
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুন ১০ : খুলনার ডুমুরিয়ায় বাস এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক শেখ এমদাদুল (৩৭) নিহত হয়েছেন।

আহত হয়েছেন বাসের তিন যাত্রী। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল বাগেরহাট জেলার ফকিরহাটের শেখ কেয়াম উদ্দিনের ছেলে।


দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী খুলনা জেলা প্রশাসনের অফিসার্স ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা মো. আলিমুল কবির বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে বানিয়াখালী ব্রিজ এলাকায় খুলনা থেকে চুকনগরগামী পিকআপ ও কয়রা থেকে খুলনাগামী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হন।

 

পিকআপটি মাছবাহী ছিল। সেখানে চালক ছাড়া আর কেউ ছিলেন না।

 

বাসের যাত্রীদের মধ্যে তিনজনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিণায় দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ উদ্ধার করে। পিকআপের চালককে মৃত উদ্ধার করা হয়।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics