Finance
পানির দামও বাড়লো

Bangladesh Live News | @banglalivenews | 30 Jul 2019

Bangladsh: Price of water increases
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৩০ : উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার কথা বলে পানির দাম ৫ শতাংশ বাড়িয়েছে ঢাকা ওয়াসা। নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এরআগে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসা বলছে, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া ও পানির উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের সামঞ্জস্য এবং মুদ্রাস্ফীতি সমন্বয় করতে দাম বাড়ানো হচ্ছে।


নতুন দামে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১১.০২ টাকার বদলে ১১.৫৭ টাকা এবং বাণিজ্যিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির দাম ৩৫.২৮ টাকার বদলে ৩৭.০৪ টাকা পরিশোধ করতে হবে।


এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনুম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রে কার্যকর হবে।
 
Video of the day
More Finance News
Recent Photos and Videos

Web Statistics