Bangladesh
৯ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত

Bangladesh Live News | @banglalivenews | 16 Aug 2019

24 killed in road mishap across nine districts in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা আগস্ট ১৬ : মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে দেশের নয় জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এতে শতাধিক মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

ভোরে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তিব্বতিয়া কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


এদিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দের কোনাবাড়ীতে তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।


অপরদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হন। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিুা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এছাড়া ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত হন। আহত হয়েছেন আরও ১২ যাত্রী। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।


এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাথী বেগম (২৫)। ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তুহিন সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।


কাশিয়ানী থানা পুলিশের এসআই প্রকাশ সরকার জানান, কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে তুহিন তার স্ত্রী সাথীকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে গোপালপুর এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তুহিন নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হন।


বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক স্থানে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় অপর ৫ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজার এলাকায় যাত্রীবাহী হানিফ বাসের চাপায় একবৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইজিবাইক (টমটম) চালকসহ আরও একব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics