Bangladesh
নদীতে গোসলে নেমে প্রাণ গেল খালা-ভাগনের

Bangladesh Live News | @banglalivenews | 19 Aug 2019

2 die while attempting to swim in river
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ১৯ : গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে খালা ও ভাগনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার শীতলক্ষ্যা নদীর বঙ্গবন্ধু পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের ইসলাম মিয়ার মেয়ে মোসা. নাসিমা ও উপজেলার তুমলিয়া ইউনিয়ের অলুয়া গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. নাসিম (১৭)। নাসিম মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। নিহতরা সম্পর্কে খালা-ভাগনে।


স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিম রোববার দুপুরে খালা নাসিমাসহ বাড়ির অন্যদের নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। সেখানে নদীর স্রোতে তারা দুজন পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর নদী থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় দত্ত জানান, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics