Bangladesh
জেএমবির কর্মী ‘সংগ্রহকারী’ সালাউদ্দিন আটক

Bangladesh Live News | @banglalivenews | 12 Oct 2019

JMB member arrested in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ১২ : মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচরে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য সালাউদ্দিন কাওসারকে আটক করেছে র‌্যাব। সালাউদ্দিন উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

তার কাজ ছিল জেএমবির কর্মী সংগ্রহ করা। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর রূপাতলীর র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাজিরচর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

দক্ষিণ কাজিরচরের স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাস করে হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছিল সালাউদ্দিন।

 

পরে ২০১৬ সালে সুলুান নাসির উদ্দিন ওরফে নাসিরের সান্নিধ্যে জেএমবি কার্যক্রমে জড়িয়ে পড়ে। জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করতো সালাউদ্দিন।’ এছাড়া উগ্রপন্থী কর্মকা- দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা বাস্তবায়ন করছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics