Bangladesh
সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

Bangladesh Live News | @banglalivenews | 12 Nov 2019

Police dies in road accident
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ১২ : খুলনায় মাহেন্দ্রের (থ্রি-হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে রূপসা উপজেলার রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমজাদ খাঁ নামে এক মাহেন্দ্র যাত্রী। তার বাড়ি বটিয়াঘাটার জলমায়।

পুলিশ জানিয়েছে নিহত নজরুল ইসলামের বাড়ি তেরখাদা উপজেলার আলাইপুর মল্লিক বাড়িতে।

 

বাবার নাম ইউসুফ মলিক। তিনি ফকিরহাট থাকার গাড়িচালক ছিলেন।

 

তার মরদেহ খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।


রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, নিহত নজরুল রূপসা থেকে মোটরসাইকেলে ফকিরহাটের দিকে যাচ্ছিলেন।

 

দেবীপুরে নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পথে মৃত্যু হয় তার।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics