Travel
ভুটান ভ্রমণে বাংলাদেশিদের খরচ বাড়ছে

Bangladesh Live News | @banglalivenews | 25 Nov 2019

Bangladeshis need to pay more during Bhutan tour
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৫ : এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত ভুটানে বেড়াতে গেলে এবার বাংলাদেশিদের অতিরিক্ত অর্থ গুনতে হবে। আগামী ডিসেম্বর থেকে দেশটিতে বাড়তে পারে পর্যটন শুল্ক।

ইতোমধ্যেই এ বিষয়ে নতুন খসড়া নীতিমালা তৈরি করেছে ভুটানের পর্যটন মন্ত্রণালয়। দেশটির মন্ত্রিসভায় বিলটি পাস হলে কার্যকর হবে এই আইন।


নতুন আইনে পর্যটন শুল্কে ছাড় পাবেন না বাংলাদেশিরা। এ তালিকায় আছে দক্ষিণ এশিয়ার ভারত-মালদ্বীপও। দেশটিতে বর্তমানে পর্যটকদের দৈনিক ২৫০ ডলার ফি দিতে হয়। এর মধ্যে ৬৫ ডলার সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি এবং ৪০ ডলার ভিসা প্রসেসিং ফি।


এতদিন ভারত-বাংলাদেশি পর্যটকদের এসব ফি দিতে হতো না। নতুন আইন হলে মাথাপিছু দিনপ্রতি ১০৫ ডলার বেশি দিতে হবে। ভুটানের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটকদের উন্নত পরিষেবা দিতে এই নীতি পরিবর্তনের অন্যতম কারণ।


উল্লেখ্য, পাহাড়, নদী আর ঝরনার মিুালিতে সৃষ্ট প্রকৃতির এক অপরূপ নিদর্শন ভুটান। ফ্যামিলি ট্যুর, ফ্রেন্ডস ট্যুর, কাপল ট্যুর, মধুচন্দ্রিমা সবকিছুর জন্যই ভুটান অনেকেরই প্রথম পছন্দ।


ভুটানে প্রকৃতি ছাড়াও দৃষ্টিনন্দন স্থাপনা, বিভিন্ন ঐতিহাসিক স্থানের পাশাপাশি আছে ঝুলন্ত ব্রিজও। এছাড়া জাতীয় জাদুঘর, ভুটানের চিড়িয়াখানায় জাতীয় পশু দেখে মন-প্রাণ জুড়িয়ে যাবে। ২০১৮ সালে প্রায় পৌনে তিন লাখ পর্যটক ভুটান ভ্রমণ করেন। এদের মধ্যে ভারতীয়দের সংখ্যা প্রায় এক লাখ ৮০ হাজার।
Video of the day
More Travel News
Recent Photos and Videos

Web Statistics