Bangladesh
নিজের ও ছেলের নামে অপু বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান

Bangladesh Live News | @banglalivenews | 10 Dec 2019

Apu Biswas establishes business
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জানুয়ারি ১০ : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস পা রাখলেন নতুন এক জগতে। অভিনয়ের বাইরে নানা সময় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করতে দেখা গেছে তাকে। তবে এবার নিজে ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠান নিয়ে হাজির হলেন তিনি। এপিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চাইছেন অপু।

রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার পর এপিজে ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, অপু বিশ্বাসসহ আরও অনেকে।


অপু বিশ্বাস জানান, এপিজে ফ্লোরে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে। তিনি বলেন, ‘এখন অনেক ছেলে-মেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে মুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।’


আহমেদ শরীফ বলেন, ‘অপু বিশ্বাস ঢাকাই সিনেমার একজন নামি অভিনেত্রী। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এবার নতুন এক উদ্যোগ নিয়ে সামনে এসেছেন। আমি তার প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি।’
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics