Entertainment
এইবার বিয়ার গ্রিলসের সাথে লোমহর্ষক যাত্রায় গেলেন রজনীকান্ত

Bangladesh Live News | @banglalivenews | 29 Jan 2020

Rajinikanth to appear in Bear Grylls show
চেন্নাইঃ শুধুই কি অমিতাভ বচ্চন, ভারতের ছবি দুনিয়ায় একটি বড় নাম হলেন সুপারস্টার রজনীকান্ত ।

আর সেই অভিনেতাকে এইবার দেখা যাবে জনপ্রিয় টিভি উপস্থাপক বিয়ার গ্রিলসের অনুষ্ঠানে।

 

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ উপস্থিত হয়েছিলেন এক লোমহর্ষক যাত্রায়।

 

কর্ণাটকের বন্দিপুরের জঙ্গলে রজনীকান্ত অভিনয় করেছেন।

 

বিয়ার টুইট করেনঃ "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের এপিসোড টেলিভিশনে এক ইতিহাস গড়েছে। সমস্ত সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় ৩৬০ কোটি প্রতিক্রিয়া পাওয়া গেছে। যা ইতিহাসে কোনো অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ। আর এবার আমার সঙ্গে যোগ দেবেন রজনীকান্ত। এর ভেতর দিয়েই তাঁর ছোট পর্দায় অভিষেক ঘটবে।"

 

ভারতের এই অভিনেতা এই সুন্দর অভিজ্ঞতার জন্য বিয়ারকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন।
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics