Bangladesh
বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

Bangladesh Live News | @banglalivenews | 15 Feb 2020

Bus mishap kills 5 in Bangladesh
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১৫ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। হতাহতরা সবাই নছিমনের যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কাশিয়ানী উপজেলার তিতা গ্রামের রাফিক মোল্লার ছেলে বদির মোল্লা (২৪), একই গ্রামের বেলায়েত মুন্সির ছেলে সুমন মুন্সি (২০), বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৪০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)।


কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল খান জানান, পোনায় ফিডার সড়ক থেকে একটি নছিমন মহাসড়কে ওঠার সময় ফালগুনী পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহত নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।


গোপালগঞ্জে নেওয়ার পথে সিরাজুলের মৃত্যু হয় বলে জানান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক।


এছাড়া ফরিদপুরে নেয়ার পর অন্য একজনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অঞ্জন কুমার সাহা। তবে নিহতের নাম জানাতে পারেননি তিনি।


পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, হতাাহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics