Bangladesh
বাংলাদেশের ইভিএমের প্রশংসা যুক্তরাজ্য ইসি প্রধানের

Bangladesh Live News | @banglalivenews | 17 Feb 2020

UK CEC appreciates Bangladesh EVM

Photo courtesy: Amirul Momenin

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ১৭ : যুক্তরাজ্য নির্বাচন কমিশনের (ইসি) প্রধান স্যার জন হোমস নির্বাচনে বাংলাদেশের ডিজিটালাইজড বায়োমেট্রিক ভোটার আইডি কার্ড এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহারের প্রশংসা করেছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার লন্ডনে বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎকালে জন হোমস এই প্রশংসা করেন।

এ সময় বৈঠকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বৈঠকে অংশ নেন। জন হোমস আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যও তার নির্বাচনী প্রক্রিয়া আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন করবে যা বর্তমানে ম্যানুয়াল।

বৈঠকে সিইসি নুরুল হুদা ও জন হোমস নিজ নিজ দেশের সর্বোৎকৃষ্ট চর্চা, চ্যালেঞ্জ এবং নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মতবিনিময় করেন। তারা নির্বাচনী প্রার্থীদের সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতা, স্থানীয় কাউন্সিল নির্বাচন ব্যবস্থা, ডাক ব্যালটিংয়ের মাধ্যমে বিদেশি নাগরিকদের ভোটদান এবং কমনওয়েলথ দ্বৈত নাগরিক ভোটদান ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics