Bangladesh
গুজবের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

Bangladesh Live News | @banglalivenews | 04 Apr 2020

Kader warns Awami League against spreading fake news
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৪ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের সঙ্কটময় মুহূর্তে কেউ যাতে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘দেশের সঙ্কটময় মুহূর্তে একশ্রেণীর মতলবাজ গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণ যাতে অপপ্রচারে বিভ্রান্ত না হয়, সেজন্য সচেতনতামূলক কর্মসূচি নিতে দলের নেতাকর্মীদের সর্বদা সতর্ক পাহারায় থাকতে হবে।’

ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবনে এক ভিডিও বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন।

জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি বিষয় না বললেই নয়, এই সঙ্কট সন্ধিক্ষণেও একশ্রেণীর মতলববাজ মহল গুজব সৃষ্টির মাধ্যমে চরিত্রহনন- ফেসবুকে অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করার অশুভ পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এই মতলববাজ মহলটি দেশের এই সঙ্কটেও অসভ্য খেলায় মেতে উঠেছে।’

করোনাভাইরাস প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা অক্ষরে অক্ষরে পালন করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন সেনাবাহিনী আমাদের নেতা কর্মী জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ সামর্থ অনুযায়ী সবাই এগিয়ে আসছেন।




Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics