Entertainment
চলে গেলেন বলিউডের অভিনেতা ইরফান খান

Bangladesh Live News | @banglalivenews | 29 Apr 2020

Irrfan Khan passes away
ঢাকাঃ বুধবার মুম্বাইয়ের এক হাসপাতালে চলচ্চিত্র তারকা ইরফান খান মারা গেছেন।

নিজের অভিনয়ের জন্য উনি শুধু ভারত নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজের নাম করেছিলেন।

 

হলিউডের ছবিতেও অভিনয় করেছেন উনি।

 

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে কলোন ইনফেকশনে উনি প্রাণ হারিয়েছেন, ভারতের সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
 


কয়েকমাস আগে টিউমারের চিকিৎসা শেষে লন্ডন থেকে মুম্বাইয়ে ফিরে এসেছিলেন এই অভিনেতা।

 

১৯৬৭ সালে জয়পুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে, খান নিজের জীবনে পিকু ও নেমসেকের মত ছবিতে অভিনয় করেছেন।

 

মৃত্যুর আগে ওনার শেষ প্রকাশিত ছবি ছিল 'আংরেজি মিডিয়াম’।
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics