Bangladesh
ঢাকাঃ হার্ডওয়্যার দোকানে আগুন; ১ মৃত

11 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ১১: একজনের মৃত্যু হয় ও দশজন আহত হয় যখন ঢাকার তেজগাঁও এলাকার একটি হার্ডওয়্যার সরবরাহ দোকানে আগুন লাগে।
পুলিশ জানায় আবদুল লতিফ, ৭০, এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যান শুক্রবার ভোররাত একটা নাগাদ।
 
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর ফজলুর রহমান একজন রিক্সা-ভ্যান চালক ছিলেন। তিনি ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলেন।
 
তেজগাঁও মহিলা কলেজের পাশের তিনতলা ভবনের নীচের তলায় অবস্থিত এই দোকানে আগুন লাগে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ।
 
দমকল বাহিনীর দল দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন নির্বাপিত করতে সক্ষম হয়।
 
আহতেরা হলেন মোতালেব, ১২, শাফিউল আজম, ৪৫, খালিলুর রহমান, ৩৬, মাহ্মুদুল হাসান, ৩৭, জাহিরুল ইসলাম, ৬০, মোঃ মাসুদ, ২৫, জাকির, ২৫, উজ্জ্বল, ২৫, শাম্মি আখতার, ১৯ ও ইফফাত আরা ইয়াসমিন, ১৯।Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics