Bangladesh
স্থগিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা জুন ৮এ

11 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ১১: ঢাকা এডুকেশন বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের স্থগিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা জুন ৮এ পুনঃনির্ধারিত করা হয়েছে।

 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান যে পরীক্ষাটি বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, সেটি জুন ৮এ হবে।

 
বৃহস্পতিবার পরীক্ষাটি বাতিল হয়ে যায় প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার খবর রটনার পরে।
 
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও তার সমতুল্য পরীক্ষাগুলি শুরু হয় এপ্রিল ৩ থেকে।
 
প্রথম দিন পরীক্ষা - বাংলা প্রথম পেপার - শুরু হয় সকাল দশটা নাগাদ।
 
নাহিদ জানান পরীক্ষাগুলি শান্তিপূর্ণ হওয়ার জন্য সরকার সবরকম ব্যবস্থা নিয়েছে।
 
এই বছর ১১,৪১,৩৭৪ জন পরীক্ষার্থীরা - ৬,০৬,২৯৩ জন ছেলে ও ৫,০৩,৫৮১ মেয়ে - পরীক্ষায় বসছে।
 
সারা দেশে ২,৩৫৩টি কেন্দ্রে এই পরীক্ষাগুলি নেওয়া হবে।
 
লেখা পরীক্ষা জুন ৫-এ শেষ হওয়ার কথা ছিল।Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics