Bangladesh
জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা খুন কুষ্টিয়ায়

14 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ১৪: জাতীয় সমাজতান্ত্রিক দলের উপজেলা স্তরের এক নেতাকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কুষ্টিয়ার মিরপুরে সোমবার সকালে খুন করে।

 এই আক্রমণে এক গ্রামবাসীরও গুলি লাগে।

 
মৃতের নাম ইসমাইল হোসেন পাঁজের, ৫৫। তিনি মিরপুর উপজেলা ইউনিটের জাতীয় সমাজতান্ত্রিক দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
 
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান পাঁজের দশটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন।
 
ইসলাম জানান দুষ্কৃতীরা পাঁজেরের ওপর এলোপাথাড়ি গুলি চালায় সকাল ছয়টা নাগাদ যখন তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। 
 
গুলিবিদ্ধ গ্রামবাসী শাফি মণ্ডলের কুষ্টিয়া সাধারণ হাসপাতালে চিকিৎসা চলছে।  Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics