Bangladesh
খাগড়াছড়িতে জনসংহতি সমিতির গুলিতে মৃত ১

19 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ১৯: এক ব্যক্তির মৃত্যু হয় ও তাঁর কন্যা আহত হয় যখন শনিবার সকালে খাগড়াছড়িতে জনসংহতি সমিতির সদস্যেরা তাদের ওপর এলোপাথাড়ি গুলি চালায়।

 ঘটনাটি ঘটে সকাল পৌনে আটটা নাগাদ লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গাছড়িতে।

 
মৃতের নাম জয় কুমার চাকমা, ৪৫। তিনি এক স্থানীয় ব্যবসায়ী ছিলেন।
 
  জেলা পুলিশ সুপার শেখ মিজানুর রহমান জানান জনসংহতি সমিতির সদস্যদের একটি দল ঐ এলাকায় শনিবার সকালে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে যাতে জয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয় ও তাঁর কন্যা কল্পরানী চাকমা, ১৫, আহত হন।
 
 কল্পরানী স্থানীয় একটি স্কুলের ছাত্রী।
 
স্থানীয় প্রশাসন ও সেনা ঘটনাস্থলে পৌছয় ও দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য অভিযান শুরু করে।Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics